বোকা জুনিয়র্সের কোপা লিবার্তাদোরেস জয়ী কোচ মিগেল অ্যাঞ্জেল রুশো দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন। ৬৯ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তার ক্লাব বোকা জুনিয়র্স এক শোকবার্তার মাধ্যমে এই কিংবদন্তি কোচের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। রুশো মৃত্যুর আগে ক্লাবটির কোচের দায়িত্বে ছিলেন।
বোকা জুনিয়র্স সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করে লিখেছে, ‘মিগেল রুশো আমাদের ক্লাবে অম্লান ছাপ রেখে গেছেন। তার নিবেদন আমাদের কাছে চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে। এই শোকের সময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের পাশে আছি। বিদায়, প্রিয় মিগেল!’
রুশোর কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন ছিল বোকা জুনিয়র্সকে কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতানো। তিনি তিন দফায় এই ক্লাবের দায়িত্বে ছিলেন।
খেলোয়াড়ি জীবনে রুশো ছিলেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে ১৭টি ম্যাচ খেলে একটি গোল করেন।
ক্লাব ক্যারিয়ারে তিনি দীর্ঘ সময় এস্তুডিয়ান্তেসের হয়ে ৪১৮টি ম্যাচে মাঠে নামেন।
তবে, খেলোয়াড় জীবনের চেয়ে কোচিং ক্যারিয়ারেই তিনি আর্জেন্টিনার ফুটবলে বেশি স্মরণীয় হয়ে থাকবেন। স্বদেশি জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে বোকা জুনিয়র্স, সান লোরেঞ্জো এবং রেসিং ক্লাবের মতো দলের দায়িত্বে ছিলেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন