এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর গোলে লিড নিয়েছে হাভিয়ের কাবরেরার দল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে হামজা চৌধুরীর ফ্রি কিক গোলের মাধ্যমে লিড নেয় স্বাগতিক দল।
ম্যাচের শুরু থেকে হংকং চায়না বলের নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও কিছু সময় পর নিজেদের কৌশল সামলাতে সক্ষম হয় বাংলাদেশ। এরপর আক্রমণে ওঠে স্বাগতিকরা।
ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশ কর্নার পায়, তবে সেটি কাজে লাগাতে পারেনি। এক মিনিট পর ডি-বক্সের বাম পাশে ফয়সাল আহমেদকে ফাউল করলে বাংলাদেশের পক্ষে ফ্রি কিক আসে। সেই ফ্রি কিক থেকে অসাধারণ গোল করেন হামজা চৌধুরী।
এটি হামজার বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় গোল, প্রথমটি তিনি করেছিলেন ভুটানের বিপক্ষে। প্রতিবেদনের সময় পর্যন্ত, হামজার গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন