বিসিবির নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দিন-রাত ক্রিকেটের জন্য কাজ করছেন, মাসিক বেতন ছাড়াই। তার লক্ষ্য দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া।
বুলবুলের এই নিবেদিত জীবনযাত্রা কীভাবে চলছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগত জমি বিক্রির মাধ্যমে তিনি আপাতত চলছেন।
বুলবুল বলেন, ‘আমার আশুলিয়ায় একটি জমি ছিল, সেটা বিক্রি করেছি। সেটি দিয়ে চলছি। আপাতত অন্য কিছু ভাবছি না, ক্রিকেটের সঙ্গে কোনো দ্বন্দ্বের পথে যাইনি।’
দেশের ক্রিকেটের প্রাণ হিসেবে বিবেচিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ (ডিপিএল) থেকে যেসব ঐতিহ্যবাহী ক্লাব (যেমন মোহামেডান, আবাহনী, ব্রাদার্স) নির্বাচনজনিত কারণে দূরে আছে।
সে বিষয়ে বুলবুল বলেন, ‘আমি তাদের আবার ফিরিয়ে আনব, ইনশাল্লাহ।’
নির্বাচনের তফসিল ঘোষণার পর তামিম ইকবালের ‘নোংরামি’র অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘নোংরামি শব্দটা মেনে নেওয়া কঠিন। আমরা যা-কিছু করেছি, সবই গঠনতন্ত্রের ভেতরে। কোনো কিছুই নিয়মবিরোধী হয়নি। ’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘যেহেতু আমি কাজের সঙ্গে যুক্ত হয়েছি, তাই ক্রিকেটের যে উন্নয়নের ধারাটা দেখতে পাচ্ছিলাম, সেটা চালিয়ে যেতে চাই।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন