ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে একটি স্কুলভ্যান দেওয়া হয়েছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত ‘দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুল’-এর শিক্ষার্থীদের এ ভ্যান উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
জানা গেছে, ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে তিন লাখ টাকা ব্যয়ে ভ্যানটি ক্রয় করা হয়। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের দুর্ভোগ কমাতে এটি বিশেষভাবে সহায়তা করবে বলে জানান আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক দপদপিয়া ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, ইয়ুথনেট গ্লোবাল-এর সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান শুভসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন