বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৭:৪৬ পিএম

স্কুল মাঠে অনুমোদনহীন মেলা, প্রতিবাদে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৭:৪৬ পিএম

খেলার মাঠে তাঁত শিল্পপণ্য মেলার অবকাঠামো নির্মাণের প্রতিবাদে স্থানীয় তরুণদের মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

খেলার মাঠে তাঁত শিল্পপণ্য মেলার অবকাঠামো নির্মাণের প্রতিবাদে স্থানীয় তরুণদের মানববন্ধন। ছবি- রূপালী বাংলাদেশ

নেই কোনো প্রশাসনিক অনুমোদন কিংবা স্কুল কর্তৃপক্ষের। তবুও প্রায় দশদিন ধরে মাঠের প্রাচীর ভেঙে, মাঠ খুঁড়ে চলছে পাকা অফিস ঘর ও দোকান ঘর নির্মাণের কাজ। এতে মাঠে খেলাধুলা ও জনসাধারণের চলাচল বন্ধ হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় তরুণ সমাজ।

বগুড়ার শেরপুর সরকারি ডি. জে. মডেল হাই স্কুলের মাঠে কোনোপ্রকার অনুমতি ছাড়াই মাসব্যাপী তাঁত শিল্পপণ্য মেলার অবকাঠামো নির্মাণের প্রতিবাদে মানববন্ধনও করেছেন স্থানীয় কিছু তরুণ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় তরুণদের ব্যানারে ‘খেলা বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে মাঠের পাশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সৌমিক, অর্পণ, শ্যাম, অনুপ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শেরপুরে খেলাধুলার জন্য উপযুক্ত অন্য কোনো মাঠ নেই। এই মাঠেই সকালে-বিকেলে বিভিন্ন বয়সের মানুষ খেলাধুলা, ব্যায়াম ও হাঁটাহাঁটি করেন। কিন্তু প্রায় ১০ দিন ধরে মাঠে অবকাঠামো নির্মাণের কারণে এসব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মেলা হলে অন্তত এক মাস মাঠ বন্ধ থাকবে, এরপর সংস্কারের কারণে আরও এক মাস খেলাধুলা বন্ধ থাকবে। ফলে প্রায় তিন মাস আমরা মাঠ ব্যবহার করতে পারব না।’

জানা গেছে, শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর থেকে এক মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। সেই লক্ষ্যে গত ১০ দিন ধরে মাঠে দোকানঘর ও অন্যান্য কাঠামো নির্মাণের কাজ চলছে। তবে এখনো পর্যন্ত মেলার জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, মেলার অনুমতির বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) অবগত আছেন। আর মাঠ ব্যবহারের অনুমতির বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানে।

শেরপুর সরকারি ডি.জে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন জানান, ‘প্রেসক্লাবের সভাপতি মাঠ ব্যবহারের অনুমতির জন্য আমার কাছে একটি দরখাস্ত জমা দিয়েছেন। কিন্তু আমি কোনো অনুমোদন দিইনি। কারণ মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার এখতিয়ার স্কুল ম্যানেজিং কমিটির। এই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।’

প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ বলেন, ‘আমরা মাঠ ব্যবহারের অনুমতির জন্য স্কুল কর্তৃপক্ষ, ইউএনও ও ডিসির কাছে আবেদন করেছি। তবে এখন পর্যন্ত অনুমোদন পাইনি। যেহেতু অবকাঠামো তৈরিতে সময় লাগবে, তাই প্রস্তুতিমূলক কাজ শুরু করেছি। অনুমতি পেলে আগামী ১৫ অক্টোবর থেকে মেলা শুরু হবে।’

শেরপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, এই মাঠ শুধু খেলার জন্য নয়। এটা শেরপুরবাসীর জন্য একমাত্র উন্মুক্ত স্থান। এখানে মেলার আয়োজন করলে এলাকার লোকজনও বিরক্ত হন। কিন্তু ভয়ে কিছু বলতে পারেন না। এই মাঠ শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষের যৌথ সম্পদ। এটি বাণিজ্যিক কাজে ব্যবহার অনুচিত।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো ফল মেলেনি। মোবাইলে একাধিকবার কল করা এবং খুদে বার্তা পাঠানো হলেও জেলা প্রশাসক কোনো মন্তব্য দেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!