বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০২:৩১ পিএম

হংকংয়ের বিপক্ষে আজ বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০২:৩১ পিএম

অনুশীলনে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ছবি- সংগৃহীত

অনুশীলনে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ছবি- সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার কঠিন সমীকরণে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে থাকা হংকং চায়না (র‍্যাংক ১৪৬)।

অন্যদিকে, ১৮৪ নম্বরে থাকা লাল-সবুজের দলের জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। টুর্নামেন্টের স্বপ্ন বাঁচিয়ে রাখতে অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচটিকে ইতোমধ্যেই ‘ডু অর ডাই’ হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ বনাম হংকং চায়নার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।

এশিয়ান কাপ বাছাইপর্বে এটি বাংলাদেশের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ। এর আগে ঢাকা স্টেডিয়ামে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিলেন হামজা-শমিতরা।

‘সি’ গ্রুপের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হংকংয়ের বিপক্ষে তাই কাজটা আরও কঠিন।

বাছাইপর্বে দুই দেশের এটি তৃতীয় ম্যাচ। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি, একটি ড্র এবং একটি পরাজয়ে তাদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট।

অন্যদিকে, হংকং এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে। আগের ম্যাচে হারের পর বাংলাদেশের জন্য এশিয়ান কাপের পথ এমনিতেই কঠিন হয়ে গেছে, তাই কাগজে-কলমে যেটুকু সম্ভাবনা আছে, তা বাঁচিয়ে রাখতে জয়ই একমাত্র পথ।

ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম, যিনি দেশে এসে দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং ভালো করার আশা প্রকাশ করেছেন।

শমিত ছাড়াও দলের অন্যান্য প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ, তারিক কাজী, এবং অধিনায়ক জামাল ভূঁইয়াও জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। ফরোয়ার্ড হামজাও হংকংয়ের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী।

রূপালী বাংলাদেশ

Link copied!