পদমর্যাদা বাড়ল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার পদের। পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদ থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) পদে উন্নিত করার মধ্য দিয়ে সিএমপিতে কর্মরত পুলিশ কমিশনার পদমর্যাদা বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদায় সিএমপিতে পদায়নকৃত প্রথম কমিশনার হাসিব আজিজ। গত সোমবার মহামান্য রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকে পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে সিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হতো।
সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপি কমিশনারের পদমর্যাদা বাড়ানোর জন্য কয়েক বছর আগে প্রস্তাবনা পাঠিয়েছিল সিএমপি। তারই ধারাবাহিকতায় সিএমপি কমিশনারের পদমর্যাদা বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদায় সিএমপিতে প্রথম পদায়ন হওয়া কমিশনার হিসেবে নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে হাসিব আজিজ বলেন, ‘প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইজিপি আমার ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ।’ এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার অসীম মেহেরবানীতে আমি এবং সিএমপির প্রত্যেক সদস্য এই আস্থার মর্যাদা অক্ষুণœ রাখতে নগরবাসীর নিরাপত্তা রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যাব।
উল্লেখ্য, গত বছর ৫ সেপ্টেম্বর সিএমপি কমিশনার হিসেবে যোগ দেন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ। চলতি বছর ১৯ মে অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অতিরিক্ত আইজি) হিসেবে পদোন্নতি পান তিনি। হাসিব আজিজ শরীয়তপুরের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক আইজি। হাসিব আজিজ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগ দেন।