যশোরের চৌগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। মতবিনিময় শেষে প্রেসক্লাব চৌগাছার উন্নয়নে ২ লাখ টাকার চেক প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করেন। গতকাল বিকেল ৩টায় প্রেসক্লাব চৌগাছা ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানের আগে প্রশ্নোত্তর পর্বে প্রায় এক ঘণ্টা চৌগাছা-ঝিকরগাছা নিয়ে তার পরিকল্পনার বিষয়ে জবাব দেন। এ সময় ক্লাবের সাংবাদিকেরা তাকে সরাসরি প্রশ্ন করেন। প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক প্রমুখ।