ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

অবহিতকরণ সভা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৩৮ এএম
সভা

উপকূলে সাইক্লোন শেল্টার মেরামত প্রকল্পবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে স্টার্ট ফান্ডের সহযোগিতায় এনএসএসের উদ্যোগে সাইক্লোন রেডিনেন্স ফর কমিউনিটি পিপারনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।

এ প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলার কালমেঘা ও কাকচিড়া ইউনিয়নের সাইক্লোন শেল্টার মেরামত, সংযোগ সড়ক মেরামত, বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মেরামতের কাজ করা হবে। এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসীন হোসাইন, সিপিপির প্রতিনিধি সগির হোসেন প্রমুখ।