ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৭:৩১ এএম
বেনাপোল

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভারত সীমান্তসংলগ্ন ইছামতি নদীর চর এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছেন, এটি আত্মহত্যা; আবার কেউ ধারণা করছেন, হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এ সীমান্ত স্বর্ণ, মাদক, গরু ও অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহৃত হওয়ায় অনেকে মনে করছেন, চোরাচালান সংশ্লিষ্ট কোনো ঘটনার জেরেও এ মৃত্যু হতে পারে। এর আগেও একই এলাকায় একাধিকবার লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। বেনাপোল পোর্ট থানার এসআই খায়রুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।