ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

চাঁদপুরে শিক্ষকের বাসায় তালা ঝুলিয়ে দিলেন বিএনপি নেতা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১২:৪৯ পিএম
বিএনপি নেতা

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীর বিরুদ্ধে একের পর এক দখলবাজি ও অপকর্মের অভিযোগ উঠেছে। পৌরসভা প্রাঙ্গণ থেকে রড লোপাট, রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণের সেগুন গাছ আত্মসাৎ, উপজেলা কমপ্লেক্সের পুকুর দখল, ওয়াপদা কমপ্লেক্সের ভবন দখল, টেন্ডার সিন্ডিকেট, ফুটপাত দখল, সালিশ বাণিজ্য, এমনকি সাংবাদিককে প্রাণনাশের হুমকিসহ নানান কর্মকা-ে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সর্বশেষ অভিযোগ এসেছে ফরিদগঞ্জ সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রাধেশ্যাম কুরীর বাসা দখলের চেষ্টা নিয়ে। গত মঙ্গলবার সকালে ওয়াপদা কলোনির ভাড়াকৃত ফ্ল্যাট থেকে তাকে জোর করে বের করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল খালেক পাটওয়ারী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।

প্রভাষক রাধেশ্যাম কুরী বলেন, ‘আমার বাসায় তালা মেরে দখল করতে চেয়েছিল। পরে স্থানীয় এক নেতাকে জানালে তারা চাবি ফেরত দেয়। তবে এখনো আমি ও আমার পরিবার আতঙ্কে আছি।’

ঘটনার নিন্দা জানিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাসুম বিল্লাহ বলেন, ‘শিক্ষকের বাসায় তালা দেওয়া নিন্দনীয় কাজ। এতে শিক্ষক সমাজে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক পাটওয়ারী নিজেকে বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন দখল ও লুটপাটে জড়িয়ে পড়েছেন। সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গণের লাখ টাকার সেগুন গাছ কেটে নিয়ে যাওয়া থেকে শুরু করে উপজেলা পরিষদের সামনের পুকুর দখল পর্যন্ত নানা ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে স্থানীয়দের ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, একসময় বিএনপির পদ ছেড়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন খালেক পাটওয়ারী। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও বিএনপিতে সক্রিয় হয়ে নিজেকে গুরুত্বপূর্ণ পদে জাহির করছেন তিনি। এতে ক্ষুব্ধ বিএনপির অনেক ত্যাগী নেতা-কর্মী।

অভিযোগ অস্বীকার করে আব্দুল খালেক পাটওয়ারী বলেন, ‘শিক্ষকের বাসা দখল বা তালা দেওয়ার বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা মিথ্যা। আমি ফরিদগঞ্জে বিএনপির একটি গ্রুপে কাজ করি। প্রতিপক্ষ গ্রুপ রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করার জন্য এসব প্রচার করছে।’

ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাধিক নেতা বলেন, ‘এটি তার ব্যক্তিগত কর্মকা-। এর দায় বিএনপি নেবে না। দলের হাইকমান্ড তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’