কক্সবাজারের চকরিয়ায় পূর্বশত্রুতার জেরে শিক্ষক পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসলামনগরস্থ দরগাপাড়া এলাকার নুরুল ইসলামের বিরুদ্ধে। একই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার বশির আহমদের দাবি, মামলা দিয়ে পরিবারের সদস্যদের মানহানির চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে গতকাল শুক্রবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে নুরুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। এরই পরিপ্রেক্ষিতে মাস্টার বশির আহমদের ছেলে সোহরাবুল কাইয়ুম রামিমের নেতৃত্বে ডাকাতি সংঘটিত হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে নুরুল ইসলাম।
পরিবারকে মানহানি এবং মামলা দিয়ে হয়রানির বিষয়ে মাস্টার বশির আহমদ বলেন, আমি ৩২ বছর শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করি এবং এই এলাকায় আমার পরিবারের সুনাম রয়েছে। নুরুল ইসলামের সঙ্গে ২০০৯ সাল থেকে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। সেটা নিরসনে গ্রাম আদালত, থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর কার্যালয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠকে আমার পক্ষে রায় দিয়েছেন বিচারকরা।
সেই শত্রুতার রেশ নিয়ে আমার পরিবারের সম্মান ক্ষুণœ করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। আমার ছেলে রামিম কখনো অনৈতিক কর্মকা-ে জড়িত ছিল না। প্রশাসনের কাছে আমার অনুরোধ, নুরুল ইসলামের বাড়িতে ডাকাতির বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক এবং নিরপরাধ কাউকে হয়রানি না করার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, নুরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। মামলার অধিকতর তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরপরাধ কোনো মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে।