ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

বেকারিকে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:২৪ এএম
শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়ায় ভেজাল ও নি¤œমানের খাদ্য উৎপাদন এবং বিক্রির অপরাধে একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নড়িয়া বাজার এলাকায় নিরাপদ খাদ্য আইনে বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে পরিচালিত বিশুদ্ধ খাদ্য আদালতে এ দ- দেওয়া হয়। আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ। এ সময় দেওয়ান বেকারিকে ভেজাল ও নি¤œমানের খাদ্য উৎপাদন এবং বিক্রির দায়ে এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ভেজাল খাদ্য ও অনুমোদনহীন রং, যা পরে ধ্বংস করা হয়। অভিযানকালে বাজারের ঝুমুর হোটেল ও রেস্টুরেন্ট এবং প্রিয়জন হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভবিষ্যতে পুনরায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ লঙ্ঘন ধরা পড়লে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।