ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:০৮ এএম
ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জসিমের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জসিম ওই গ্রামের মৃত হাশেমের ছেলে।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পাগলা থানার মশামুখী ব্রিজঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার দুপুরে ওই এলাকার সুতিয়া নদীতে ঝাঁপ দেয় তিন যুবক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরে মুখী ব্রিজঘাট নদীর পাড় এলাকায় তদন্তে যায় পুলিশের একটি দল। ওই সময় পুলিশ দেখে পাশের হিন্দু সম্প্রদায়ের মঠ থেকে জসিম, ফাহিম ও সোহেল নামে তিন যুবক সুতিয়া নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে, এই তিন মঠ এলাকায় মাদক সেবন করতে এসেছিল। পুলিশের ভয়ে সুতিয়া নদীর মশামুখী ব্রিজঘাট এলাকায় ঝাঁপ দেয়। দুজন সাঁতরে উঠে এলেও নিখোঁজ হয় জসিম।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা হয়ে এলে তারা উদ্ধার অভিযান স্থগিত করে। এরপর গতকাল সকাল থেকে নিখোঁজ যুবকের সন্ধানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে দুপুর আড়াইটার দিকে মশামুখী ব্রিজঘাট এলাকায় নিখোঁজ মরদেহ ভেসে উঠলে ডুবুরি দল জসিমের মরদেহ উদ্ধার করে।

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সুতিয়া নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন, পুলিশ একটি তদন্তের কাজে ওই এলাকায় গিয়েছিল। নদীতে ঝাঁপ দেওয়া তিন যুবক মঠে বসে মাদক সেবন করছিল। এ সময় পুলিশ দেখে তারা নদীতে ঝাঁপ দেয়। দুজন সাঁতরে উঠে এলেও জসিম নিখোঁজ ছিল। আজ (গতকাল) জসিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।