ভক্তদের জন্য নতুন গান নিয়ে এলেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। শিরোনাম ‘বন্ধু রে’। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি, সুর ও সংগীত করেছেন এপি শুভ। গানটি প্রকাশ করেছে এম এম প্রোডাকশন।
গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও ইফশিতা শবনম। ভিডিওটি ধারণ করা হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। পরিচালনা করেছেন মোহন ইসলাম।
গানটি নিয়ে তানজীব সারোয়ার বলেন, ‘একটু আলাদা ধাঁচের গান, আশা করি সবার ভালো লাগবে। রুমির লেখায় এটি আমার প্রথম প্রকাশিত গান এবং এপি শুভর মিউজিকে গানটি সবাই পছন্দ করবেন।’ গীতিকার মামুন আফনান রুমি বলেন, ‘তানজীব ভাইয়ের জন্য আগেও কাজ করেছি, তবে সেই গান এখনো মুক্তি পায়নি। ‘বন্ধু রে’ আগেই প্রকাশ পেল। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’