চাঁদপুর জেলায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। জরুরি পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
রোববার (৩১ আগস্ট) প্রতিষ্ঠানটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ লাইনের কুমিল্লার লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় অবস্থিত প্লান্টে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
এজন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু করে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার সব গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে বিজিডিসিএল।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। পাশাপাশি আঞ্চলিক বিতরণ কার্যালয়ের পক্ষ থেকে গ্রাহকদের আগেভাগেই মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।