ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:১১ এএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে এ বৈঠক বসবে।

রোববার (৩১ আগস্ট) সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

কর্মকর্তারা জানান, গত বছরের ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক হতে যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া ও চলমান রাজনৈতিক পরিস্থিতি এই আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) আগারগাঁওয়ে ইসি ভবনে সিইসির সঙ্গে জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেদিন দুপুরে সড়ক অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে বৈঠকটি বাতিল করা হয়।