ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

হামাসের মুখপাত্র আবু উবায়দা নিহত, দাবি ইসরায়েলের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:৫৫ এএম
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবায়দা। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক অভিযানে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছেন বলে দাবি করছে ‘ইসরায়েল’। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ টুডে রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে গত শুক্রবার ছিল উবায়দার সর্বশেষ বক্তব্য, যখন ‘ইসরায়েল’ গাজা শহরে নতুন সামরিক অভিযানের প্রাথমিক ধাপ শুরু করে এবং এলাকাটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করে। হামাস এখনো ‘ইসরায়েল’র এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, হামাসের কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের মুখপাত্র উবায়দার ওপর ‘ইসরায়েল’ হামলা চালিয়েছে, তবে তিনি নিহত হয়েছেন কি না তা নিশ্চিত নয়। হামাসের পক্ষ থেকেও এ বিষয়ে কেউ কথা বলছে না।

এর আগে ইসরায়েল হামাসের বহু শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করেছে।

এদিকে, ‘ইসরায়েল’র আরবি ভাষার সামরিক মুখপাত্র গাজা শহরে অবস্থানরত লাখো ফিলিস্তিনিকে দক্ষিণের দিকে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। তবে মাত্র কয়েক হাজার মানুষ স্থানান্তরিত হয়েছেন। অনেকে বলছেন, বারবার বাস্তুচ্যুতির কারণে তারা ক্লান্ত, আবার কেউ কেউ মনে করেন অন্য কোথাও বেশি নিরাপদ নয়।

জাতিসংঘ জানিয়েছে, ১ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন, এর মধ্যে গত এক সপ্তাহেই বাড়িছাড়া হয়েছেন ২৩ হাজার ১৯৯ জন। বর্তমানে তারা অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ২১ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশের বেশি অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন, অনেকেই একাধিকবার।