ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

লাবণ্যের কণ্ঠে নজরুলের গান

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:১৭ এএম
লাবণ্য

ইয়াসমিন লাবণ্য, নিজের পেশাগত কাজগুলোর কারণেই তার সমসাময়িক শিল্পীদের চেয়ে অনেকটাই আলাদা। কারণ লাবণ্য গাইতে জানেন, নাচতে জানেন, জানেন উপস্থাপনা। যে কারণে প্রতিভাবান এই শিল্পী আমাদের সংস্কৃতি অঙ্গনের এই প্রজন্মের বেশ প্রিয় হয়ে উঠা এক নাম। এবার ইয়াসমিন লাবণ্যের কণ্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ঐ ঘর ভোলানো সুরে’ গানটি মো. স্মরণ ও কৌশিক আহমেদ অন্তরের সংগীতায়োজনে গাইলেন ইয়াসমিন লাবণ্য। এরইমধ্যে গত শনিবার বিকেলে অন্তরের স্টুডিওতে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। স্টুডিওতেই ভিডিও ভার্সন ধারণ করা হয়েছে। চলছে গানটির পূর্ণ সংগীতায়োজনের কাজ।

লাবণ্য জানান, শিগগিরই গানটি ফেসবুক পেজ ‘ব্যান্ড পার্টি’তে প্রকাশ পাবে। এদিকে ২০২৪ লাবণ্য তার নিজের পেশাগত পরিচয়ের পাশাপাশি আরও একটি পরিচয়কে সম্পৃক্ত করেছেন। ২০২২ সাল থেকে শুধু নিজের এবং নিজের পরিবারের সদস্যদের জন্য কেক বানাতেন। ২০২৪ সাল থেকে তিনি পেশা হিসেবেও বেছে নিয়েছেন কেক বানানোকে। ফেসবুকে লাবণ্যের নাম দিয়েছেন ‘দ্য কেক আর্টিস্ট’। এরইমধ্যে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্মাতা আবুল হায়াতের জন্য তিনি একটি স্পেশাল কেকও তৈরি করে দিয়েছেন। ইয়াসমিন লাবণ্য বলেন,‘ এর আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমার আপনার চেয়ে আপন যে জন, আমায় নহে গো, বেদনার পারাবার করে হাহাকার, নাই বা পেলাম তোমার গলার হার গানগুলো গেয়েছি আমি।

এই গানগুলো প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পেয়েছি। কিছুদিন আগেই কবির প্রয়াণ দিবস পার হলো। সেই সময়টাতে সবকিছু মিলিয়ে এতো ব্যস্ত ছিলাম যে প্রতিবারের মতো এবার আর কবিকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে গান গাওয়া হয়নি। তাই কয়েকদিন পর হলেও এই গানটি করেছি। স্মরণ ভাই ও অন্তর ভাই আমাকে ভীষণ ¯েœহ করেন বলেই তারা ভীষণ যতœ করেই গানটি করছেন। আশা করছি ভালো লাগবে শ্রোতা দর্শকের। আর দ্য কেক আর্টিস্ট নিয়ে আসলে শুরুতে এমন করে স্বপ্ন ছিল না। কিন্তু দ্য কেক আর্টিস্ট’কে ঘিরে সবাই যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন এবং আমি যে অভূতপূর্ব পজিটিভ সাড়া পাচ্ছি, তাতে আমিও দ্য কেক আর্টিস্ট নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে উঠেছি।