ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

কারবারির যাবজ্জীবন

খুলনা ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৭:১৬ এএম
যাবজ্জীবন

খুলনায় মো. বারেক আকন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বারেক খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট এলাকার আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে।

গতকাল খুলনার অতিরিক্ত মহানগর দয়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন, ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৭ জুন রাত পৌনে ১টার দিকে খালিশপুর থানার পুলিশ তিতুমীর রোডসংলগ্ন অভিযান চালিয়ে বারেককে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করে। ওই রাতে থানায় মামলা করা হয়।