বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপের মালিক আরিফ হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ ইতিমধ্যে ৭ ডাকাতকে গ্রেপ্তার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করেছে। গ্রেপ্তাররা হলেনÑ শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে রাতুল (২২), শাবরুল কারিগর পাড়ার বিপুল হোসেনের ছেলে তারেক হোসেন (৩২), বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়ার মৃত আলমগীর হোসেনের ছেলে সুমন প্রামাণিক (২২), একই উপজেলার সুলতানগঞ্জ পাড়ার মৃত পুটু মিয়ার ছেলে সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), মৃত গোলাম মো. পাশার ছেলে মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫), মালগ্রাম উত্তর পাড়ার মৃত কামাল মিয়ার ছেলে কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) এবং নিশিন্দারা মধ্যপাড়ার মৃত সাজ্জাদের ছেলে রাসেল আহম্মেদ (৩৫)।