তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল হওয়ায় পূর্বেই লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন দলকে বাছাই করা হয়। দিনব্যাপী খেলা শেষে সবকটি দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে নাচোল ও কসবা ইউনিয়ন। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন