ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:৫০ এএম
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সোনারগাঁ থানার পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, এসআই জিয়াউর রহমান ও দুই পুলিশ সদস্য সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় আসামি মহসিনকে পুলিশ গ্রেপ্তার করার পর আসামি পক্ষের প্রায় ৩০-৪০ জন লোক একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি মহসিনকে ছিনিয়ে নেয়। একই সময় খাজা মিয়া নামের এক বিকাশ দোকানদারের দোকান ভাঙচুর করে ও অর্থ লুট করে। পরবর্তীতে খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে আসামির হাতে থাকা হাতকড়া উদ্ধার হলেও পরবর্তীতে আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ।

কুমিল্লা জেলার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আ. করিম জানান, আমি শুনেছি গ্রেপ্তারকৃত আসামি ওই মামলার ঘটনায় জড়িত নয় দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তদন্ত চলমান।