শেরপুরের নালিতাবাড়ীতে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন (ভিপি)। গতকাল পৌর শহরের গড়কান্দা উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ে এ আয়োজন করা হয়। আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী দুলাল চৌধুরীর নামের শেষে ‘হিন্দু ও সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করায় একটি মহল তা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বিষয়টি উপলব্ধি করে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের কাছে আন্তরিক ক্ষমা চান। তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তার রাজনৈতিক জনপ্রিয়তা নষ্ট করতে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তবে তিনি বিশ্বাস করেন, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তার কোনো বিভাজন হবে না।