কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে বিষপান করে বিনা খাতুন (১৩) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রী বিষপান করে। বিনা জয়পুর এলাকার কৃষক আতর আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিনা খাতুন জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা বকা দিলে ঘরে থাকা খেতের বিষ নিয়ে স্কুলে যায় বিনা। পরে গত সোমবার বেলা ১টার দিকে টিফিনের সময় শ্রেণিকক্ষ থেকে সবাই বেরিয়ে গেলে সে বিষপান করে। সহপাঠীরা বিষপানের ঘটনাটি দেখে শিক্ষকদের জানালে শিক্ষক ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।