ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কিডনি রোগে ভুগতে থাকা গিরেশ চন্দ্র কামালু (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গিরেশ চন্দ্র ওই গ্রামের মৃত মোহন রায়ের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে নিজ শয়নকক্ষে পরিবারের অগোচরে গলায় ফাঁস দেন গিরেশ চন্দ্র। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন গিরেশ চন্দ্র। কয়েক বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি কিডনি অপসারণ করা হয়। পরে অন্য কিডনিও অকেজো হয়ে পড়ায় তিনি শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন