ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভনে প্রতারণা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:৪৯ এএম

ময়মনসিংহের নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল বুধবার নান্দাইল উপজেলা সদরের নতুন বাজার সরকারি শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের হাতে থাকা বিশাল ব্যানারে লেখা ছিল, ‘মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে আওয়ামী লীগ নেতা টাকা নিয়ে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন।’

মানববন্ধনে অংশ নেওয়া বয়স্ক ভুক্তভোগীদের চোখ-মুখে ছিল হতাশা ও ক্ষোভের ছাপ। অভিযোগে জানা যায়, নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মামুন খান ওরফে মামুনুর রশীদ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। দীর্ঘ সময় পার হলেও মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হয়নি, বরং টাকাও ফেরত দেওয়া হয়নি।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন, আলাউদ্দিন আজাদ, ডা. আবুল কাশেম, সেলিম খান, শামছুল ইসলাম, আবু সাঈদ, বাদল চন্দ্র দাস, ওমর উদ্দিন, আব্দুল কাদির, হাফিজুর রহমান ও আব্দুল জলিল। তাদের মধ্যে দুজন এরই মধ্যে মারা গেছেন।

অভিযোগকারীরা জানান, তারা স্থানীয় প্রশাসনের কাছেও অভিযোগ করেছেন। তবে এখনো কোনো প্রতিকার পাননি। অভিযুক্ত মামুন খান ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।