নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাসীসহ সাধারণ যাত্রীদের গাড়ি থামিয়ে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড়ে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- আইঘরটেকপাড়া এলাকার কাজলী, খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। ওসি তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় এ চক্রটি সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। মানবিক কারণে এতদিন ব্যবস্থা না নিলেও, গত ১৫ সেপ্টেম্বর চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকিয়ে তাদের মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।