বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় গরিব ও অসহায় রোগীদের জন্য বিনা খরচে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রুহুল ইসলাম ফাউন্ডেশন, ঢাকা এর উদ্যোগে ও মিশন হাসপাতাল বগুড়ার সহযোগিতায় গতকাল শনিবার সকালে তালোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক আলহাজ নবিউল ইসলাম নয়ন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু। বিশেষ অতিথি ছিলেন তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ মোশারফ হোসেন মুন্সি সেলিম, নওদাপাড়া দাখিল মাদ্রাসার সুপার সেকেন্দার আলী, তালোড়া পৌর তাঁতি দলের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, ব্যবসায়ী আলহাজ আব্দুল কাদের চৌধুরী, শরিফ চৌধুরী, আতিকুর রহমান শিমু ও ক্যাম্পের ফিল্ড সুপারভাইজর নুরুল ইসলাম প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন