বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিজয় ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর শাকপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় ইসলাম বগুড়া পৌর এলাকার কামারগাড়ী মহল্লার রেজাউল ইসলামের ছেলে এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, রাত আনুমানিক ১১টার দিকে বিজয় মোটরসাইকেলযোগে রানীরহাট থেকে শহরের দিকে যাচ্ছিল। পথে শাকপালা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।