ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

লিটন-মোস্তাফিজের যত রেকর্ড

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:২১ এএম

এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে। গত চার বছরের মধ্যে এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে ১৬০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে বাংলাদেশ। ব্যক্তিগত অর্জনের পাল্লা ভারী করে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমানরাও। দুবাইয়ে গত শনিবার বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৬৮ রান তোলে। ডেথ ওভারে মোস্তাফিজ-তাসকিনরা তাদের চেপে না ধরলে তাদের পুঁজিটা আরও বড় হতে পারত। বিশেষ করে দারুণ ইকোনমির সঙ্গে কার্যকর ব্রেক থ্রুর কল্যাণে প্রতিপক্ষ ক্রিকেটারদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৩ উইকেট পান এই বাঁহাতি পেসার। টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা ফিগারের রেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল আল-আমিন হোসেনের দখলে।

২৫ রানে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার। এ ছাড়া টি-টোয়েন্টি এশিয়া কাপে এত দিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট ছিল আল-আমিনের। এদিক থেকেও তার রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ। টুর্নামেন্টটিতে দুজনের উইকেটের সংখ্যা সমান ১১। যদিও আল-আমিন মোস্তাফিজের চেয়ে ম্যাচ (৫) কম খেলেছেন। ১০ ম্যাচে ১০ উইকেট পান তাসকিন আহমেদ। এ ছাড়া মোস্তাফিজ এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন। এত দিন রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দখলে। ১২৯ ম্যাচে এই অলরাউন্ডার ৬.৮১ ইকোনমিতে ১৪৯ উইকেট শিকার করেন। তার চেয়ে ১২ ম্যাচ (১১৭) কম খেলেই ১৪৯ উইকেট শিকার করলেন মোস্তাফিজ, যেখানে তার ইকোনমি ৭.২৯। ৯৯ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন তাসকিন।

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে প্রধান ভূমিকায় ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। ওপেনিংয়ে নেমে সাইফ ৪৫ বলে ৬১ এবং হৃদয় ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন। মাঝে ছোট ইনিংসে কার্যকর হয়ে ওঠার ইঙ্গিত দিলেও লিটন দাস আউট হয়ে যান। বাংলাদেশ অধিনায়ক ১৬ বলে ২৩ রান করেন। তবে এই ইনিংস খেলার পথে একটি রেকর্ড গড়েছেন লিটন। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এত দিন এই রেকর্ডে শীর্ষে ছিলেন সাকিব। তার করা ২৫৫১ রান (১২৯ ম্যাচ) টপকে লিটনের বর্তমান সংগ্রহ ২৫৫৬ (১১৪ ম্যাচ) রান।