ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বাসের ধাক্কায় নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:৪০ এএম

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাগাতিপাড়ার মাছ ব্যবসায়ী মজনু প্রামাণিক (৪০) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে রাব্বি ইসলাম (১৫)। গতকাল রোববার ভোর ৫টার দিকে শহরের ট্রাফিক মোড়ে ছায়াবানী সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজনু প্রামাণিক বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালঞ্চি চকপাড়া গ্রামের মফেজ উদ্দিনের ছেলে এবং পেশায় খুচরা মাছ ও সবজির ব্যবসায়ী ছিলেন। আহত রাব্বি নুরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মজনু ভোরে ভুটভুটি গাড়িতে ছেলে রাব্বিকে সঙ্গে নিয়ে নলডাঙ্গার দিকে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় ভুটভুটি গাড়িটি ভেঙে ঘটনাস্থলেই মজনু মারা যান।