ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মিরসরাইয়ে বিষপানে ফল ব্যবসায়ীর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:০১ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষপানে মো. রিপন (৩৩) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রিপন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারটোলা এলাকার ফকির বাড়ির মো. শাহ আলমের ছেলে। তিনি আবুতোরাব বাজারে মৌসুমি ফলের ব্যবসা করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর রিপন পরিবারের অগোচরে বিষপান করেন। চিৎকার শুনে স্বজনেরা দ্রুত তাকে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। পরিবারের দাবি, ব্যবসায়িক ক্ষতি ও মানসিক চাপের কারণে রিপন আত্মহত্যার পথ বেছে নেন। তার স্বজন নুর মোহাম্মদ বলেন, ‘রিপন ব্যবসাসহ নানা দুশ্চিন্তায় ভুগছিলেন। গত ১৬ সেপ্টেম্বর বিষপানের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ মৃত রিপনের পাঁচ বছর বয়সি একটি পুত্র সন্তান রয়েছে।

মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘বিষপানে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।’