মানিকগঞ্জের সাটুরিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আটকা পড়েন পুলিশের তিন সহকারী এএসআই। পরবর্তী সময়ে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, ধামরাই থানার একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়নের গর্জনা গ্রামের মো. সামছুল হক (৭৫)। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে যান সাটুরিয়া থানার এএসআই রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন ও হাফিজুর রহমান। পুলিশ আসার বিষয়টি জানতে পেরে সামছুল হক জামিনের রিকয়েল অর্ডার দেখানোর কথা বলে তাদের বসত ঘরে নিয়ে যান এবং দরজা বন্ধ করে দেন।
এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা থানায় বিষয়টি অবহিত করলে সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তিন এএসআইকে উদ্ধার করেন। এ ঘটনায় সামছুল হক ও তার ছেলে আমিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, ‘আদালতের ওয়ারেন্ট তামিল করতে গিয়ে আমার অফিসাররা বাধার সম্মুখীন হন এবং তাদের আটকে রাখা হয়। আমরা অতিরিক্ত বাহিনী নিয়ে গিয়ে তাদের উদ্ধার করি এবং আসামি ও তার ছেলেকে গ্রেপ্তার করি। এএসআই হাফিজুর রহমানের করা একটি মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।’