ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

৭ দালাল গ্রেপ্তার

নোয়াখালী  প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:০৯ এএম

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে ৭ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়।

গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন এবং র‌্যাব-১১, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কু-ুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দ-প্রাপ্তরা হলেনÑ দালাল মিলন (৩৫), হারুন (৩৪) ও সজিব (২৫)Ñ১৫ দিন করে বিনাশ্রম কারাদ-; রতন (৩৮) ৩০ দিন; আকরাম হোসেন (২৫)Ñ৭ দিনের কারাদ- ও ৫০ টাকা জরিমানা; স্বপন (৪৪) এবং মাসুদ (৪৫)Ñ১৫ দিনের কারাদ- ও ৫০ টাকা জরিমানা।

মেহরাব হোসাইন বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।