মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত শহরের ভায়না মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। হোটেল, মুদি দোকানসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে শহরের ভায়না মোড় এলাকার সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, নোংরা পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া মাছ-মাংসের রক্ত, চর্বিযুক্ত নোংরা ফ্রিজে বাসি গ্রিল ও মুরগির চাপ সংরক্ষণ করা, মূল্যতালিকা আপডেট না থাকার বিষয়টি লক্ষ করা যায়। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক মো. উজির বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।