সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অপরাধে সুলতান মাহমুদ নামের এক জনের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত সুলতান মাহমুদ কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে প্রতিবন্ধী কিশোরী মারুফা খাতুন (১৭) লাকড়ি সংগ্রহের জন্য প্রতিবেশি সুলতান মাহমুদের বাড়ির আঙিনায় গেলে সে তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ১২ ফেব্রুয়ারি ভুক্তভোগীর বাবা আব্দুল মান্নান বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।