ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:২৯ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন ছোট দারগারোহাট বাজারের ব্যবসায়ী ও বারৈয়ারঢালা ইউনিয়নের শফি মিজি বাড়ির মৃত মীর হোসেনের ছেলে।  প্রত্যক্ষদর্শীরা জানান, সেবা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মোটরসাইকেলে মহাসড়কে উঠতেই ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এলাকায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেছে। নিহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’