ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

চীনে কোয়ার্টার ফাইনালে বাফুফে একাডেমি দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:০৭ এএম

চীনে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল। এরই মধ্যে দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। ২৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশের দলটি। গতকাল গ্রুপের শেষ ম্যাচে চীনের প্রাদেশিক দল উহানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাফুফে একাডেমি দল। চীনের লিজাং থেকে বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘শেষ ম্যাচে আমরা হারলেও ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছি। তিন ম্যাচই জেতায় উহান গ্রুপ চ্যাম্পিয়ন।

বিকেলে কম্বোডিয়া ও চাইনিজ স্থানীয় দলের ম্যাচ রয়েছে। এরপর আমাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে।’ বাফুফে একাডেমি দল শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারিয়েছিল। এরপর চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারায় তারা। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ^বিদ্যালয় পর্যায়ে এক নারী দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের বিপক্ষে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।