ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

পুরস্কার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:৫৪ এএম

চাঁদপুরের মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ খেলার মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পদক তুলে দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজর মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, সুধীজন ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।