ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আজ সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচ

ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের: সিমন্স

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:০৩ এএম

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ম্যাচটি খুবই কঠিন হবে। কেননা, টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে ভারতীয়রা। ব্যাটিং ও বোলিংয়ে অন্য দলগুলোর চেয়ে শক্তিতে এগিয়ে দলটি। তবে অপ্রতিরোধ্য থাকা ভারতকে হারানোর সামর্থ্য যেকোনো দলের আছে বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। অর্থাৎ, ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলেরও আছে। সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলাটা নির্দিষ্ট দিনে হয়। ভারত ইতিমধ্যে কী করল সেটা বিবেচ্য নয়, বুধবার কী হবে সেটাই মুখ্য। সাড়ে তিন ঘণ্টা সময়ের মধ্যে কী হবে, সেটাই আসল। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার। আমরা চেষ্টা করব তাদের ভুল করাতে। এভাবেই জিততে পারি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে মোট ১৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতকে একবারই হারাতে পেরেছে তারা। দ্বিপক্ষীয় সিরিজে এই ঐতিহাসিক জয়টি পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। কিন্তু বহুজাতিক টুর্নামেন্টে এখনো ভারতের বিপক্ষে জয় অধরা রয়ে গেছে। তবে এবার ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ। জয়ে দলের বিশ^াসের ভিত চান সিমন্স। আর সেটি দলের আছে বলে মনে করেন তিনি। সিমন্স বলেন, ‘অবশ্যই বিশ^াস থাকতে হবে। আমরা নিজেদের মধ্যে বসেছি, আমাদের মধ্যে যথেষ্ট বিশ^াস আছে যে, আমাদের সুযোগ আছে। আমরা যদি মোমেন্টাম পাই, সেটা ধরে সুযোগ কাজে লাগাব। আমরা ভারতের বিপক্ষে জেতার সুযোগ পাব।’ গত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টনিক পেয়ে গেছে বাংলাদেশ। তবে শুধু শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে এশিয়া কাপে খেলছেন না তারা। শিরোপা জয়ের অভিন্ন লক্ষ্যের কথাই বললেন কোচ সিমন্স। তিনি বলেন, ‘আমরা শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে আসিনি।

আমরা এসেছি চ্যাম্পিয়ন হতে। বাদ পড়লে বা চ্যাম্পিয়ন হলে তখনই আবেগ দেখা যাবে। তবে এখন আমার কাজ ড্রেসিংরুমে সবার পা মাটিতে রাখা।’ ভারত ও বাংলাদেশ ম্যাচে বাড়তি আগ্রহ থাকে দর্শকদের মধ্যে। আজকের ম্যাচ ঘিরেও দর্শকদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। কোচ সিমন্স বলেন, ‘সব ম্যাচেই হাইপ থাকে। বিশেষ করে ভারত যেহেতু ১ নম্বর টি-টোয়েন্টি দল, তাদের বিপক্ষে তো থাকবেই। এটা থাকা উচিতও। আমরা এটা উপভোগ করি।

প্রতিটি মুহূর্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করি। উপভোগ করো, সেরাটা দাওÑ ম্যাচের আগে আমাদের ভাবনা এটাই।’ প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দুটিতে জয় তুলে নেন লিটন দাসরা। হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর পর্বে উঠেছেন তারা। তবে গ্রুপ পর্বে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোর পর্বে এসেছে দল। এই পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় তারা। তবে এই ম্যাচ লিটনদের জন্য কঠিন চ্যালেঞ্জের হবে তা আর বলার অপেক্ষা রাখে না। দুই দলের ম্যাচটি উত্তাপ ছড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।