শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন পূজাম-পের অনুকূলে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের হলরুমে প্রধান অতিথি হিসেবে এই চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেমেশ্বর মাহাতা, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র দাস প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক জানান, এবারে উপজেলার ৭৫টি পূজাম-পের জন্য সাড়ে ৩৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ম-পে ৫০০ কেজি করে চাল পৌঁছে দেওয়া হবে।