শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মালিঝি নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কাপাসিয়া এলাকায় নদীর স্রোতে ভেসে আসে মরদেহটি। স্রোতের কারণে স্থানীয়রা তা তুলতে পারেননি। পরে মরদেহটি ভাটিগাংপাড়ে পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার করে। নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।