বগুড়ার ধুনটের মথুরাপুর ইউনিয়নে চম্পা খাতুন (৩৮) নামের এক বিধবা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার উপজেলা রামপুরা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চম্পা খাতুন ওই গ্রামের মৃত আলামিন হোসেনের স্ত্রী। স্থানীয়রা সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে চম্পা খাতুনের স্বামী আলামিন মারা যান। আলামিন মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে চম্পা খাতুন স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। রোববার রাতে চম্পা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন চম্পা খাতুন অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চম্পা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।