পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘সিটিজেন চার্টার রিভিউ অ্যান্ড আপডেটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার অনুষদের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মাসুদের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দীন।
মুখ্য আলোচক ছিলেন অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বদিউজ্জামান। আলোচক হিসেবে বক্তব্য দেন, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক আবুল বাশার খান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।