ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

পোশাক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০১:৫৪ এএম

ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত শতাধিক শিশুদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পৌর ইকোপার্ক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইয়ুথ সান’। আয়োজনে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই আনন্দে যাতে সুবিধাবঞ্চিত শিশুরাও অংশ নিতে পারে, সে জন্য তাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তবে অসহায় মানুষরা উৎসবে আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ সানসের প্রতিষ্ঠাতা সভাপতি মাকিবুল হাসান বাপ্পি, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সৌভিক পোদ্দার, সদস্য শোভন সাহা সবুজ, সৌরভ চৌধুরী, ভিবিডি সভাপতি অমৃতা বিশ্বাস, সিএম দিপান্ত গোলদার প্রমুখ।