ঢাকা বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পরামর্শমূলক কর্মশালা

আব্দুল মোমিন, সাতক্ষীরা
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০১:৩৫ এএম

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সার্জন অফিসের কনফারেন্সরুমে এ পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।  সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাইজুল হক।  কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম। মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে টাইফয়েডের টিকাদন কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা।