চট্টগ্রামের ফটিকছড়িতে রাইফেল ও দেশীয় অস্ত্রসহ আব্দুল হালিম ইমন (২৮) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের সামাদ চেয়ারম্যানবাড়িতে এ অভিযান পরিচালনা করে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে সেনা সদস্যদের একটি আভিযানিক দল। আটক ইমন একই এলাকার শফিউল আলমের ছেলে। সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা ইমনের বাড়িতে অভিযান চালান। এ সময় তার ঘর থেকে একটি রাইফেল, তিন রাউন্ড রাইফেল অ্যামুনেশন, ছয় রাউন্ড পিস্তল অ্যামুনেশন, সাত রাউন্ড বন্দুকের কার্তুজ, ১১ রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ১৬টি মোবাইল ফোন, একটি চাইনিজ কুড়াল, দুটি পাহাড়ি দা, সাতটি ছোট-বড় চাকু, একটি চেইনসহ ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য খিরাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিকুর রহমানের মাধ্যমে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। আটক ইমন বর্তমানে লক্ষ্মীছড়ি জোনের সেনা ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।