ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

১৫ যাত্রী উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:৫২ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৫ যাত্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে গত সোমবার বিকেলে উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় পদ্মা নদীর পানি কমে যাওয়ায় ১৫ জন যাত্রী নিয়ে চর এলাকায় মাছ ধরতে যাচ্ছিল একটি নৌকা। হঠাৎ প্রবল স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির খবর পেয়ে তৎক্ষণাৎ কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে অভিযান চালিয়ে নৌকায় থাকা সব যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়। তবে নৌকাটি পানিতে তলিয়ে যায়।