কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাড়াইল উপজেলা সদরের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। মানববন্ধনে সারওয়ার হোসেন লিটন বলেন, তাড়াইল বাজারের রাস্তা দ্রুত মেরামত, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ, পয়ঃনিষ্কাশনের সমন্বিত উদ্যোগ, রাস্তায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন, মাদক ও জুয়া বন্ধ, যানজট নিরসনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আলেক, ছাত্রবিষয়ক সম্পাদক জিএম হাবিবুর রহমানসহ অন্য নেতাকর্মীরা। বক্তারা আরও বলেন, তাড়াইল উপজেলার উন্নয়ন ও জনস্বার্থে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন